নেত্রকোনার দুর্গাপুরে দপ্তর প্রধানদের সাথে এমপি‘র মতবিনিময় সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/Durgapur-28-02-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পযার্য়ের সকল দপ্তর প্রধানদের সাথে নেত্রকোনা—১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোশতাক আহমেদ রুহী এক মতবিনিময় সভা করেছেন। ২৮জানুয়ারি রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।। পরে তিনি বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেন এবং খোজখবর নেন।
এমপি রুহী বলেন, দুগার্পুর উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি সাধারণ মানুষের সেবা দিতে এসেছি। দুগার্পুরে কোনপ্রকার চাঁদাবাজী ও মাদকের সাথে যারা জড়িত আছে তাদের কোন ক্ষমা করা হবেনা। আসুন সবাই মিলে একসাথে কাজ করে এ আসনকে এগিয়ে নেই।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন