নেত্রকোনার দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব পরিবারের পরিচিতি সভা
নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাব পরিবারের সদস্যদের সাথে পরচিতি ও মতবিনিময় করেছেন দুর্গাপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: নাভিদ রেজওয়ানুল কবির। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ৩ ঘটিকায় ইউএনও’র কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়৷
ইউএনও প্রেসক্লাব পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিতির পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সার্বিক বিষয় তুলেধরে প্রেসক্লাব সাংবাদিকগনের সঙ্গে মতবিনিমিয় করেণ। তিনি বলেন,দুর্গাপুরবাসীর জন্য সর্বোচ্চ নাগরিক সেবা অব্যাহত থাকবে। এছাড়া মানুষ যেন কোন ভোগান্তি ছাড়া সেবা পায় সেজন্য সচেষ্ট থাকবো।
তিনি আরো বলেন,আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। মানুষ যেন বাজারে গিয়ে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারে সে ব্যাপারে আমরা সদা তৎপর আছি এবং থাকবো। তিনি বলেন,দুর্গাপুরে যে পর্যটন সেবা কেন্দ্রটি রয়েছে সেটার সামগ্রিক ব্যাপারে অবগত হলাম। এটি চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময়ে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকসহ অন্তত: ১৯জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মো: নাভিদ রেজওয়ানুল কবির জন্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে স্নাতকোত্তর এবং ৩৪তম বিসিএস ডিগ্রী অর্জন করেন৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন