নেত্রকোনার দুর্গাপুরে নদীতে নেমে তরুন নিখোঁজ
নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে আবির হাসান(২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে ওই তরুণ নিখোঁজ হন। দুপুর আড়াইটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আবির হাসান গাজিপুরের কেওড়া বাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল আবির। পওে রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ময়মনসিংহের ডুবুরি দলকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন