নেত্রকোনার দুর্গাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Mahir-pic-9-612x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আহমাদ আল মাহির নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।মৃত শিশু আহমাদ আল মাহির একই গ্রামের মোঃ কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানেই খেলছিল শিশু মাহির। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির কিছুটা দূরে পুকুরের পানিতে মাহিরের ভাসমান দেহ দেখতে পান স্বজনেরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো সন্দেহ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন