নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হওয়ার খবর পাওয়াগেছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম।
ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলো। এরই মধ্যে দিন-ভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বিকেলে ধান ক্ষেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
সে সময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারে তিনি বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন। ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে তারা আসলে মৃত্যের জানাজা হবে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















