নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গি ইজতেমা ময়দানে নিরীহ তাবলিগী সাথীদের উপর সাদ পন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি ও শুরায়ী নেযামের সাথীবৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মারকাজ মাদরাসা মাঠে প্রতিবাদ সমাবেশে মুফতি মামুনুর রশীদ এর সঞ্চালনায়, আল্লামা জিয়া উদ্দিন (দা: বা:) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা ওয়ালী উল্লাহ্, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুল্লাহ্, মুফতি বরকত উল্লাহ্, মাওলানা আব্দুর রউফ, মাও: মজিবুর রহমান, মাও: রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির সহ ঈমান আক্বিদা কমিটির ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীগণ।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে সাদ পন্থীরা সব সময়ই উস্কানীমুলক বক্তব্য ও দেশকে অশান্তি করার লক্ষে পায়তারা করে আসছে, যা দেশের শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরুপ। আমরা বাংলাদেশে তাদের সকল কার্যক্রম বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। নয়তো দুর্গাপুর থেকেই কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।