নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ৪৬ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। জব্দকৃত ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এর আগে ওইদিন ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ‌২নং দুর্গাপুর ইউনিয়নে ভবানীপুর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৬/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর এলাকা থেকে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।

তিনি আরও জানান, জব্দকৃত এসব ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।