নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাদরাসা ও স্কুল শিক্ষার্থীদের মধ্যথেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপি হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে (১৭ মার্চ) সোমবার সকাল থেকে শুরু হয় এ প্রতিযোগিতা।

এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৮৩টি মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ২৬৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রথম দিন হামদ্ নাত ও আযান এবং পরের দিন থেকে শুরু হবে কুরআন তেলোয়াত প্রতিযোগিতা।

দুর্গাপুর উপজেলা বিএনপি‘র আয়োজনে ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো বড় পরিসরে এমন আয়োজন উপজেলার শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারনা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন আয়োজন প্রান্তিক পর্যায় থেকে শুরু করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানানো হয়। এসময় অন্যদের মাঝে উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেত-াকর্মীগণ উপস্থিত ছিলেন।

কাচারী মাদরাসার মোহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ বলেন, পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলাম প্রসার ও ছাত্রদের মেধা বিকাশে এমন আয়োজন করায় উপজেলার আলেম সমাজের পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তরুন প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় এই ক্ষুদ্র প্রয়াস শুরু করেছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। প্রতিযোগিতা সফল করতে দলীয় নেতা-কর্মী ও অন্যান্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ।