নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় ব্লেড জব্দ, আটক ২

নেত্রকোনার দুর্গাপুরে পৃথক স্থানে অভিযানে ২৪ হাজার পিস ভারতীয় বেøডসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ব্লেডের মূল্য বাংলাদেশি টাকায় ১ লাখ ৪ হাজার টাকা।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ঘোঁড়াগাও গ্রামের ফজল মিয়া (৩০) ও একই উপজেলার গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকা দিয়ে ভারতীয় ব্লেড পাচার করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল মিয়া পালানোর চেষ্টা করে তবে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পরে তার সঙ্গে থাকা দুইটি বস্তা থেকে ১৬ হাজার পিস ভারতীয় ব্লেড জব্দ করা হয়। অপরদিকে শুক্রবার সকালে একই সড়কের শিমুলতলী বাজার এলাকায় এক বস্তা থেকে আরো ৮ হাজার পিস ভারতীয় ব্লেডসহ বাচ্চু মিয়াকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দীর্ঘদিন ধরেই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় তৈরী ব্রেড বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলো তারা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আইনী প্রক্রিয়া শেষে আজ দুপুরে আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। আমাদের পুলিশের নিয়মিত চেক পোস্ট চলমান আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।