নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় নাগরিক গ্রেফতার

নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মহিদুল মন্ডল (২৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।
আটককৃত মহিদুল মন্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুরত মন্ডল।
বিবরণে জানা যায়, মহিদুল মন্ডলকে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করেন।
এসময় তিনি নিজেকে ভারতীয় বাসিন্দা বলে পরিচয় দেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মহিদুল মন্ডল জানান, ভারতের ভাঙ্গারি ব্যবসার কাজের সঙ্গে জড়িত সে। প্রায় ১৫ দিন আগে ভারতে থাকা বাংলাদেশির প্রলোভনে পড়ে কাজের আশায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তবে বাংলাদেশে প্রবেশের পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে রেখে চলে গেলে তিনি বিভিন্ন জায়গা ঘুরে দুর্গাপুরে চলে আসে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটক মহিদুল মন্ডলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ভারতের নাগরিক। তার কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে দুর্গাপুর থানা একটি মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন