নেত্রকোনার দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস এর সুচনা ঘটানো হয়। সোমবার দিনব্যাপি সংক্ষিপ্ত আয়োজনে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। পুলিশ ও আনসার বাহিনীর সালাম প্রদর্শন শেষে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকরি পুলিশ সুপার আক্কাছ আলী, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ¦ ইমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে পৃথক কর্মসুচী পালন করেছে। পরবর্তিতে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন