নেত্রকোনার দুর্গাপুরে মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মৎস্য অধিপ্তরের উদ্যোগে ২০টি প্রাতিষ্ঠানিক ও ২টি উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৩ দশমিক ৩৪ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব—উল—আহসান।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা খামার ব্যবস্থাপক গোপাল চন্দ্র সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন আক্তার বেগম,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, দপ্তরের কর্মকর্তা,মৎস্য খামারীসহ জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন