নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) অপরাহ্নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ৯৭জন কে শিক্ষাবৃত্তি ও ১৩জন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।আলোচনা পর্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এম. রফিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন নেত্রকোনা ১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারি, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল, এমদাদুল হক, ট্রাইবাল চেয়ারম্যান সায়মন তজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ।

আলোচনা শেষে, প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৩২ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১৫ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।