নেত্রকোনার দুর্গাপুরে সেই স্বাস্থ্য সহকারীকে কারণ দর্শাও নোটিশ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টিকার সরঞ্জাম গেলেও সেখানে যাননি দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী। সে কারণে টিকা পায়নি ওই এলাকার শিশুরা। হাসপাতালে ফিরে গেছে টিকার সরঞ্জাম।

এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই স্বাস্থ্য সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
(১৯ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভার:) ডা. তানজিরুল ইসলাম রায়হান।

এর আগে ১৬ ফেব্রুয়ারি রবিবার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে আশপাশের এলাকার শিশুদের টিকা প্রদানের কথা থাকলেও সেখানে যাননি স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী।

এ নিয়ে ১৭ ফেব্রæয়ারী ‘স্বাস্থ্য সহকারীর অবহেলায় টিকা পেল না শিশুরা’ শিরোনামে (অনলাইনে) ও ১৮ ফেব্রুয়ারী ‘স্বাস্থ্য সহকারী না যাওয়ায় টিকা পেল না শিশুরা’ শিরোনামে (প্রিন্টে) সংবাদ প্রকাশিত হয় কালের কণ্ঠে। এরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে স্বাস্থ্য সহকারী মো. হযরত আলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানজিরুল ইসলাম রায়হান প্রতিবেদককে বলেন, প্রকাশিত ও প্রচারিত সংবাদে স্বাস্থ্য সহকারী হযরত আলীর কর্মস্থলে অনুপস্থিত, গাফিলতি ও দায়িত্বে অবহেলার জন্য সিভিল সার্জন স্যার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং আমাদের পক্ষ থেকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সেটাতে তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তুষজনক না হলে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।