নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চোরাই চিনি জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে ৮২বস্তা(প্রায় ৪,১০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ওজন মাপার ২টি মেশিন ও বস্তা সেলাই করার ১টি মেশিন জব্দ করা হয়েছে, যার বাজার মুল্য চার লক্ষ আটত্রিশ হাজার টাকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় দুর্গাপুর পৌরশহরের মেছুয়া বাজার এলাকার এক মার্কেটে মঞ্জু মিয়া ও আবুল হোসেনের দোকান থেকে ভারতীয় চিনি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া (৫৩) দক্ষিনপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে এবং আবুল হোসেন (৩৬) খরস এলাকার সাহেদ আলীর ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তাদের নিজস্ব গোয়েন্দা সদস্যগন, ওই মার্কেটে ভারতীয় চিনির মজুদ রয়েছে জানতে পেরে চিনি কিনতে যায়। সেখানে চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া ও আবুল হোসেন দোকান থেকে চিনি কিনার প্রাক্কালে গোয়েন্দা সংস্থার লোক বুঝতে পেরে কৌশলে মঞ্জু ও আবুল হোসেন মার্কেট থেকে পালিয়ে যায়।

পরবর্তিতে সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে পুলিশের সহায়তায় ওই মার্কেটে যৌথ অভিযান চালিয়ে ৮০বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্য ও পুলিশের সহায়তায় ওই মার্কেটে অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল গুলি জব্দ করেছি। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন জব্দকৃত মালামাল থানায় আনা হয়েছে,সেখান থেকে লেবার খরচ বাবদ ২বস্তা (১০০ কেজি) বাদদিয়ে বাকীটা সিজার লিস্ট করা হয়েছে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।