নেত্রকোনার দুর্গাপুরে ৭ মাসের অন্ত:সত্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে মাজেদা আক্তার(২৮)নামের ৭ মাসের অন্তঃসত্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ০৮ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শৃরামখীলা গ্রামে বসত ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লিখা সন্ধ্যা ৬টা পর্যন্ত মরদেহ থানা হেফাজতে ছিলো।
নিহত মাজেদা আক্তার পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শৃরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী।
জানা গেছে, সাত বছর আগে বিবাহে আবদ্ধ হন মাজেদা ও ঝোঁটন মিয়া। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে সন্তানটির মৃত্যু হয়। এবারও সাত মাস অন্ত:সত্তার মাজেদা। স্বামী ঝোঁটন মিয়া কোনো কাজ কর্ম করতেন না তাই তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। একাধিকবার শশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মিট মিমাংসাও করা হয়েছিল।
ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা তারপর স্বামীও অন্য ঘরে গিয়ে ঘুমিয়েযান। সকালে মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)জহিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিয়ে যাওয়ার আবেদন করেছে। অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ বাচ্ছু মিয়া জানান আবেদনের প্রেক্ষিতে এবং কাহারো কোন আপত্তি না থাকায় পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন