নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৪
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Kamal-pasa-pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. কামাল পাশা (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল এগারোটার দিকে পৌর শহরের আত্রাইখালী এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া। তিনি জানান, রাজনৈতিক মামলায় কামাল পাশাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টে গত ২ দিনে দুর্গাপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুল জলিল (৫২), আওয়ামী লীগ কর্মী জব্বার আলী(৪২) ,দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক মো: সাদেক আলী (৪০) ও ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম(২৬)।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, গত দুইদিনের গ্রেপ্তারকৃত ৪ জনকে আদালতে সোর্পদ করা হয়েছে। আজকের গ্রেপ্তারকৃত একজনকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন