নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে নেত্রকেনার দুর্গাপুরে স্থানীয় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক কর্মকর্তাদ্বয় সম্মানে আল্লাহতাআলার সন্তুষ্টিলাভে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, অফিসার ইন-চার্জ (ওসি) মাহমুদুল হাসান, পৌর বিএনপি‘র আহবায়ক আবু ছিদ্দিক রুক্কু, সদস্য সচিব সম্রাট গণি, এডভোকেট মানেশ সাহা।
সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সামাজসেবক হাজী মঞ্জুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়,প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন,সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন