নেত্রকোনার মদনে অটো চালক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নেত্রকোনার মদনে অটো চালক রাসেল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলার চৌরাস্তা মোড়ে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের নেতাকর্মী এবং অটো, মিশুক চালক বৃন্দসহ সর্বস্তরের জনগণ ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করে।
এ সময় অটো চালক রাসেল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ নান্নু, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মালম মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন,পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, মদন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ্য সোমবার (৩০ জুন) নিজ উপজেলা মদনে অটো চালাতে গিয়ে নিখোঁজ হয় রাসেল। তিন দিন পর বৃহস্পতিবার (৩জুন) কেন্দুয়া উপজেলার কাঞ্জারখালে প্লাস্টিকের বস্তা বন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। নিহত রাসেল মিয়া নেত্রকোনার মদন উপজেলার আরগিলা গ্রামের হতদরিদ্র আবুল মিয়ার ছেলে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন