নেত্রকোনার মদনে অটো চুরির জের ধরে মারপিট করার অভিযোগ

নেত্রকোনার মদনে অটো চুরির জের ধরে মারপিট করার অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সুমন দেবনাথ নামে এক অটোচালক। মদন বাজার বণিক সমিরি সভাপতিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগটি দায়ের করেন।
এ বিষয়ে গত ২৭ শে আগস্ট উপজেলা নির্বাহী অফিসার ও মদন পৌর প্রশাসকের বরাবর এ অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, এমদাদপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে সৈকতের অটোটি ২৩ আগষ্ট মদন বাজার থেকে চুরি হয়। এ নিয়ে মদন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ২৬ আগষ্ট একটি বৈঠকে বসে। বৈঠকে সিন্ধান্ত হয় অটো-পিকাপ চালক রাজন ও সিএনজি চালক রাজিব তাদের নিকট এই ঘরের চাবি থাকায় তারাই এর দায়বার নিতে হবে।
অন্যরা বনিক সমিরি সিন্ধান্ত মেনে নিলেও অটো-পিকাপ চালক রাজনের ভাই সুমন দেবনাথ বনিক সমিতির সিন্ধান্ত মেনে নেয়নি। এরই প্রেক্ষিতে সুমনসহ তাদের চার ভাইকে মারধর করেছে বলে বনিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগে উল্লেখ করে সুমন।
এ ব্যাপারে মদন বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার দেলোয়ার হোসেন জুরি মিয়া জানান, মদন বাজারে অটোচার্জের ঘরে তিনটি অটো এক সাথে চার্জ দেয়া হয়। চার্জের ঘরের তিনটি চাবি তিন জনের নিকটেই থাকে। অভিযোগকারী সুমন দেবনাথের ভাই রাজনের নিকট একটি চাবি ছিল।
এর মধ্যে থেকে একটি অটো চুরি হয়ে যায়। যেহেতু তিন জনের নিকট চাবি ছিল তাই আমরা বণিক সমিতি বসে সিন্ধান্ত দেই তিন জনেই এর দায় নিতে হবে। দুই জনেই এ সিন্ধান্ত মেনে নিলেও অভিযুক্ত রাজনের ভাই সুমন দেবনাথ এ সিন্ধান্ত না মেনে উল্টু বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়েছে। এ বিষয়টি নিয়ে আবার বসতে চাইলে সে বসতে রাজি হয়নি।
মদন থানার অফিসার ইনর্চাজ শামছুল আলম শাহ জানান, এখন পর্যস্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন