নেত্রকোনার মদনে আতংকে সোনাখালী গ্রাম, বাড়ি-ঘর ছাড়ছে সাধারণ মানুষ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/IMG_20230927_210753.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গত মঙ্গবার (২৬ সেপ্টেম্বর) সাত গ্রামের মধ্যকার ঘটে যাওয়া বিরোধের জেরে আতংকে বাড়ি-ঘর ছাড়ছে সাধারণ মানুষ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সরজমিনে গেলে দেখা যায়, সোনাখালী গ্রামের সাধারণ মানুষ দৈনন্দিন ব্যবহারের আসবাবপত্র, ধান-চাল ও গরু-ছাগল নিয়ে নোয়াগাঁও এর দিকে ছুটে আসছেন।
সোনাখালী মাঝপাড়া গ্রামের গাজী রহমানের ছেলে আবুল হোসেন জানান, আমার গ্রামের তিনটি পাড়ার মধ্যে পূর্বপাড়া আলমশ্রী গ্রামের পক্ষে সমর্থন দেয়। কিন্তু আমারা মাঝপাড়া ও পশ্চিমপাড়া কোনো পক্ষকে সমর্থন না দেওয়ায়, খবর পেয়েছি আজ রাত অথবা বৃহস্পতিবার সকালে আমাদের দুইপাড়ার উপর আলমশ্রী গ্রামবাসী হামলা করবে। , তাই গরু-ছাগল ও আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছি।
সোনাখালী মাঝপাড়া ও পশ্চিমপাড়া’র মুতিউর রহমান, আবু হানিফ, দিলু, দিলোয়ার, ওয়ারেছ, আওয়াল, সাইদুর রহমান, হাইজুল বলেন, আমরা দুইপাড়া বিবাদে আলমশ্রী পক্ষে সমর্থন না দেওয়ায়, আজ রাতে অথবা বৃহস্পতিবার সকালে আমাদের উপর তারা হামলা করবে। তাই ধান-চাল, গরু-ছাগল, আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে আলমশ্রী গ্রামের শামসুর রহমান হিরন জানান, সোনাখালী মাঝপাড়া ও পশ্চিমপাড়া মুলতঃ পাঁচ গ্রামের অংশ। তাই তারা আমাদের বিরুদ্ধে অপ্রচার করছে। হয়তো তাদের মালামাল নিজেরাই সরিয়ে আমাদের উপর দোষ চাপানোর পায়তার করছে।
তিনি আরো বলেন, আমাদের বিবাদের মুল কারণ ইভটিজিং। আমাদের ছেলে মেয়েরা নোয়াগাঁও হাই স্কুলে যাওয়ার পথে, সাবেক শিক্ষকের ছেলে ও দলবল নিয়ে আমাদের মেয়েদের প্রায়ই বিরক্ত করে। কিন্তু ঐ পাঁচগ্রামের অভিভাবকরা সঠিক বিচার না করায়, এই বিবাদের সৃষ্টি।
ওসি তদন্ত জাহাঙ্গীর আলম খান জানান, সোনাখালী গ্রামে একটি পুলিশ টিম পাঠানোর ব্যবস্থা করছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন