নেত্রকোনার মদনে ইউপি নির্বাচনে সাবেক চেয়ারম্যানের মনোনয়নপত্র প্রত্যাহার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG_20221017_134507-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার মদন উপজেলা নায়েকপুর ইউনিয়ন উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নায়েকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা, উপজেলার নায়কপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি মদন উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে কামরুজ্জামান তালুকদার হীরার মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা হামিদ ইকবাল।
কামরুজ্জামান তালুকদার হীরা বিষয়টি স্বীকার করে বলেন, আতিকুর রহমান রোমানকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াতে পারেন গত কয়েকদিন ধরে এমন গুঞ্জন ছিল সর্বত্র। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। তিনি প্রত্যাহার করায় ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২ নভেম্বর নায়েকপুর ইউনিয়ন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন