নেত্রকোনার মদনে ইয়াবাসহ দুই যুবক আ/ট/ক

নেত্রকোনার মদনে ২শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মদন থানা পুলিশ। আটক কৃতরা হলো, চানগাঁও শাহপুর গ্রামের রোজ আলীর ছেলে রবিউল (২৯) ও নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া গ্রামের ফরেজ আলীর ছেলে সুলতান নিয়া (৩০)। মঙ্গলবার রাত সাড়ে তিনটায় দিকে উপজেলার পৌর সদরের নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চত করেন ওসি তদন্ত দেবাংশু কুমার দে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে অদেরকে ২শত দিস ইয়াবাসহ আটক করা হয়। তবে তারা দীর্ঘদিন যাবত মাদক কারবার করে আসছে।

মদন থানার (ওসি) তদন্ত দেবাংশু কুমার দে জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে পৌর সভার নতুন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।