নেত্রকোনার মদনে ইয়াবা কারবারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১

নেত্রকোনার মদনে ইয়াবা কারবারকে কেন্দ্র করে লিটন মিয়াকে কূপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ইয়াবা কারবারি লিয়ন মিয়ার বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার বাশঁরী গ্রামে এমন ঘটনা ঘটে।
জানা যায়, বাঁশরী গ্রামের স্বপন মিয়ার ছেলে লিয়নের সাথে একই গ্রামের ফয়জুর রহমানের ছেলে আনার মিয়া ও মাজু মিয়ার ছেলে ফখর উদ্দিনের সাথে ইয়াবা কারবার নিয়ে বাঁশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিয়ন মিয়াকে তারা মারপিট করে।
লিয়ন মিয়া মারপিট খেয়ে বাড়িতে ফিরে লিটন মিয়ার সামনে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আনার ও ফখর উদ্দিনের উপর আক্রামন করে। পাশে থাকা লিটন তাদের পক্ষ নিলে লিয়নসহ আরও কয়েকজন লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার উদ্দেশ্যে কূপিয়ে জখম করে। গুরুতর আহত লিটন মিয়াকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। লিটন বর্তমানে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এমন ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার গ্রামের বাড়িতে গেলে লিয়নসহ তার পরিবারের কোন পুরুষ লোক পাওয়া যায়নি।
এ সময় লিয়নের চাচী শিউলি আক্তার জানান, লিয়ন মাজু ও ফখর উদ্দিনের সাথে কথাকাটাটি হয়েছে। এক পর্যায়ে তারা তাকে মারধর করে। পরে ক্ষিপ্ত হয়ে লিয়ন তাদের মারতে গেলে লিটন তাদের পক্ষ নিয়ে লিয়নরা লিটনকে মারপিট করে। তবে কি নিয়ে মারপিট হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে কোন সদুত্তর দেয়নি। তবে লিয়ন ও তারা মাদকাসক্ত বলে শিকার করে।
লিটনের বোন সুলেমা আক্তার জানান, আমার ভাই কোন অপরাধি ছিল না। তারা মারপিট করতেছিল। তার একমাত্র অপরাধ ছিল কেন সে ফেরাতে গেল? কি নিয়ে এমন ঘটনা হল জানতে চাইলে তিনি আরও জানান, তারা মূলত ইয়াবা ব্যবসা কর। হয়ত তাদের মধ্যে কোন ঝামেলা হয়েছে।
মোঃ শামসুল আলম শাহ জানান, এ ব্যাপারে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন