নেত্রকোনার মদনে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল
নেত্রকোণার মদনে ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি পবিত্র ঈদে মীলাদুন্নবী( স) উপলক্ষে জয়পাশা শহিদ মফিজ উদ্দিন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হযরত মুহাম্মদ ( স)মের জীবনী ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা শহিদ মফিজ উদ্দিন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রধান শিক্ষক রিনা রানী দত্তের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষিকা মোছাঃ আলপনা বেগম,প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল ও আলী আজগর পনি প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন