নেত্রকোনার মদনে উপজেলা ছাত্রদল সভাপতিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইস পিপুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ)বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে, উপজেলা ছাত্রদল সভাপতি এস এইচ পিপুলের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যান্য সকলকে তার সাথে কোন ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।