নেত্রকোনার মদনে এস এস সি ও সমমান পরীক্ষায় অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে সারা দেশের ন্যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ৪টি কেন্দ্রে মোট ১৮১৯ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪৫ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭৭৪ জন।
এর মধ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ে ১৩৩০ জন,মাদ্রাসা থেকে ৩৫০জন, কারিগরি থেকে ১৩৯ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী এ তথ্য নিশ্চিত করেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী জানান, সুষ্ঠু ও শন্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি। চারটি কেন্দ্রে মোট ১৭৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে অনুপিস্থিত ছিল ৪৫ জন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন