নেত্রকোনার মদনে কাইটাইল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জ্জামান বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন
নেত্রকোনার মদনে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে কাইটাইল ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খাগুরিয়া প্রধান সড়কে হাজার হাজার সাধারণ জনগণ এই কর্মসূচীতে অংশ গ্রহন করে। ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড খাগুরিয়া গ্রাম ও সহযোগী সংগঠনের ব্যানারে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের মুক্তি দাবীতে এ কর্মসূচীর আয়োজন করে।
ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে মদন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, যুবদলের সভাপতি মোঃ সায়েদু জ্জামান হাদিছ, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া, বিএনপি নেতা মোঃ মজলু মিয়া, যুবদল নেতা, মোঃ আনিছ মিয়া, আবেদ আলী,ছাত্রদলের ইউনিয়ন সিনিয়র সভাপতি মোঃ রুমান,ছাত্রদলের নেতা সারোয়ার জাহান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন