নেত্রকোনার মদনে কৃষি প্রণোদনার শুভ উদ্ধোধন
মদন-নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে সরকারি কৃষি প্রণোদনার কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনার কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকালে কৃষি প্রশিক্ষণ হল রুমে উপসহকারী কৃষি অফিসার দিদারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলার কৃষি অফিসার মাহমুদুর রহমান মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।
এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের কৃষকদের মাঝে বীজ ও সারসহ কৃষি উপকরণ বিতরন করা হয়।চলতি মৌসুমে মোট ১৪০০ জন কৃষকের এই কর্মসূচির আওতায় বিনামূল্য বীজ, রাসায়নিক সার দেয়া হয়। প্রধান অতিথি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার, মদন প্রেসক্লাবের সহ-সভাপতি শামছুল আলম, প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন বাবুল, আলী আজগর পনির প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




