নেত্রকোনার মদনে গুচ্ছ গ্রামের পুকুর দখল করে দোকান ঘর নির্মাণ

নেত্রকোনার মদনে গুচ্ছ গ্রামের পাড়সহ পুকুর দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের মদন গুচ্ছ গ্রামে এমন ঘটনা ঘটে।

জানা যায়, মদন গ্রামের আব্দুল জব্বারের ছেলে রোকন মিয়া স্থানীয় প্রভাব কাটিয়ে সরকার দেয়া গুচ্ছ গ্রামের রাস্তার পাশে পাড়সহ পুকুর দখল করে দোকান দেয়ার জন্য ঘর নির্মাণ করছে।

এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরজমিনে গেলে, রাস্তার পাশে পাড়সহ পুকুর দখল করে দোকান ঘর নির্মাণ করার দৃশ্য পাওয়া যায়। রোকন মিয়া এ সময় ঘরের আশ পাশে থাকলেও সাংবাদিক দেখে সটকে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছ গ্রামে বসবাস কারী কয়েক জন বাসিন্দা জানান, আমরা রোকন মিয়াকে পাকা করে দোকান ঘর নির্মাণ করার জন্য বার বার বাধা প্রদান করলেও তিনি তা মানেন নি। বরং আমাদেরকে বিভিন্ন সময় হুমকি ধমকি দেয়। তাই তার বিরুদ্ধে প্রকাশ্যে আমরা কিছু বলতে পারব না।

জায়াগা দখলকারী রোকন মিয়ার মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, অহনা জিন্নাত জানান, এখানে আমি সরজমিনে গিয়ে ছিলাম। ঘর নির্মাণ করা বন্ধ করেছি। আগামীকাল ইট গুলো তুলে ফেলার জন্য নির্দেশ দিয়েছি।