নেত্রকোনার মদনে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নী গ্রামে গতকাল মধ্যরাতে ঘুর্ণিঝড়ে ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, ৮ জুন মধ্য রাতে ঘুর্ণিঝড়ে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো গ্রাম ও লন্ড ভন্ড হয়ে পড়ে অনেকের বসতঘরসহ শতশত গাছ পালা বিদ্যুৎতের পিলার ঘুর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে যায়।
এ সময় দড়িবিন্নী গ্রামের উওর পাড়া বাসিন্দা রিয়াজ উদ্দিন (৬০) আহত হয়েছে । তাঁর ০৩ টি বসতঘর ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর পাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে খোকন মিয়ার বসতঘর ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়েছে, ফলে তাঁর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই গ্রামের রতন তালুকদার ছেলে রায়হান মিয়ার ২টি বসতঘর ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে যায়। মৃত আব্দুল কদ্দুস এর ছেলে তাজমিয়ার বসতঘর ভেঙ্গে মাটিতে পড়ে যায়।
এ ছাড়া নুর জাহান ও আব্দুর রহমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব পাড়ার হেলাল মিয়ার ঘর সম্পূর্ণ ভাবে উড়িয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে তিয়শ্রী উইপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো : মজিবুর রহমান জানান ঘটনাস্থল আমি অত্র ওয়াডের উইপি সদস্য কে নিয়ে পরিদর্শন করেছি, গভীর রাতে ঘূর্ণিঝড়ে ৭ টি পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে উপজেলা নির্বাহী মহোদয় কে দ্রুত সরকারি সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন