নেত্রকোনার মদনে ছাত্রলীগের যুগ্ম আহবায়কসহ তিন জন গ্রেফতার
নেত্রকোনার মদনে ছাত্রলীগের যুগ্ম আহবায়কসহ তিন ছাত্রলীগ নেতাকে শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। ২০২৩ সালে শামছুল হক চ্যাম্পিয়নের ফলের দোকান ভাংচুরের ঘটনায় ৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ৩৯ জন ও অজ্ঞাত নামা ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করে।
এ মামলায় অজ্ঞাতনামা আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফেকনি গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল্লাহ, আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সদস্য সৈয়দ সায়েবুল ইসলামের ছেলে সৈয়দ মোশাইফ হোসেন প্রিয়ম, কাইটাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতি মিয়ার ছেলে মোঃ নাজমুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদেরকে শনিবার দুপুরে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শামছুল হক চ্যাম্পিয়নের ফলের দোকান ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের তিন আসামীকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন