নেত্রকোনার মদনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জাতীয়তাবাদী ছাত্রদল’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার মদনে উপজেলা ছাত্রদল’র উদ্যোগে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচী মধ্যে দিয়ে দিনটি পালিত হয়।
বুধবার (১ জানুয়ারি-২০২৫) সকালে বিএনপি’র উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে এ উপলক্ষ্যে দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মদন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এ সময় উপজেলা ছাত্রদল’র সভাপতি এসএইচ পিপুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসান’র সঞ্চালনায় মুক্ত মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, সাবেক ছাত্রদল সভাপতি সাইফ আহমেদ সেকুল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল,৷
পৌর যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সাবেক উপজেলা যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সাবেক ছাত্র নেতা, মির্জা আতাউর রহমান কায়ছার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিটু ও যুগ্ম-আহ্বায়ক মেহেদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মদন উপজেলা শাখা, পারভেজ আহমেদ লায়ন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন