নেত্রকোনার মদনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও অলিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কৃষি অফিসার নিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল হুদা, জামায়াতে নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার।
শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজি আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




