নেত্রকোনার মদনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মুক্ত মঞ্চের সামনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি এর সহযোগিতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান এ প্রদর্শনী উদ্বোধন করেন। এর আগে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাসুদ করিম ছিদ্দিকীর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহবুর রহমানের সঞ্চালনায অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল জামায়াতের নেতা শামীম আহম্মদ উদ্যোক্তা ইয়াছিন মিয়া প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















