নেত্রকোনার মদনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মুক্ত মঞ্চের সামনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি এর সহযোগিতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান এ প্রদর্শনী উদ্বোধন করেন।
এর আগে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাসুদ করিম ছিদ্দিকীর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহবুর রহমানের সঞ্চালনায অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল জামায়াতের নেতা শামীম আহম্মদ উদ্যোক্তা ইয়াছিন মিয়া প্রমূখ।