নেত্রকোনার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নেত্রকোণা মদনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

শুক্তবার সকালে উপজেলার দলীয় কার্যালয় হতে শুভযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপত্বিত করেন উপজেলার বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সঞ্চালনায় ছিলেন ,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঢাকা ও দেশের অন্যান্য শহরের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের উত্থানের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করে। বিএনপি উপদেষ্টা মির্জা রমজান আলী বলেন,

সেইদিন বিপ্লব আর বিজয়ের স্বতঃস্ফূর্ত মিছিল ছড়িয়ে পড়ে রাজপথে। চারদিক মুখরিত হয়ে ওঠে করতালি, স্লোগান আর জয়ধ্বনিতে। সৈনিক আর সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে উল্লাসে মেতে ওঠে।

বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুতাহের আজাদ বলেন,এভাবেই ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে। সেজন্যই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়।

উপজেলা বিএনপি সভাপতি বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মদন উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধো দিয়ে দিবসের সূচনা করা হয়।

এ ছাড়া ও আলোচনা সভায় বক্তব্য দেন। যুগ্ন সাধারন মম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু, উপজেলা, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল। সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপকি গোলাম মোস্তফা মসলিস।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সাবেক বিএনপি আহবায়ক, আব্দুল হেলিম ভুলু,ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, পৌর বিএনপি সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট প্রমূখ।