নেত্রকোনার মদনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নেত্রকোণা মদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী”১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতার
প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন।পরে কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা।

জাতি ধর্ম- বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনু্ষ্টানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান।

মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস।সহকারী কমিশনার ভূমি, মোঃ শাহনূর রহমান, মদন,খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম,সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, পঃ পঃ স্বাস্থ্য কর্মকর্তা, ড়াঃ নুরুলহুদা খান, মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান। কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন
কর্মকর্তা হামিদ ইকবাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী রিমি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়া ,সহ সকল দপ্তরে কর্মকর্তা কর্মচারীগণ,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র- ছাত্রী।