নেত্রকোনার মদনে জাতীয় হাত ধোয়া দিবস পালি

“হাত ধোয়া নায়ক হোন” এই প্রতিপাদটি সামনে রেখে নেত্রকোনার মদনে জাতীয় স্যানিষ্টেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার আয়োজনে এ দিবসটি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও অলিদুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী প্রকৌশলী আকাশ বশাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, একাডেমিক সুপার ভাইজার জোসনা বেগম।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদা রুবায়েত, পরিসংখ্যান কর্মকর্তা পলাশ মজুমদার, পৌর প্রকৌশলী জামিল হায়দার, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল গণমাধ্যম জাতীয় প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন