নেত্রকোনার মদনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নেত্রকোনা মদনে ২৭ ফেব্রুয়ারী” পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতি পাদ্যকে সামনে রেখে মদন উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসে আযোজনে সোমবার সকালে এ কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মাদ শাহানূর রহমান।

পরে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।পরে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ শাহানূর রহমান,সভা পরিচালনা করেন উপজেলারপরিসংখ্যান অফিসের তদন্তকারী মিল্টন চন্দ্র

এ সময সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি
কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা
মোঃ কামরুল হাসান, সমবায় কর্মকর্তা, আবুল কালাম আজাদ, ও পরিসংখ্যান অফিসে সহকারী মোজ্জামেল হোসেন সহ গন মাধ্যম কর্মীগন।