নেত্রকোনার মদনে জাতীয় ভোটার দিবস পালিত

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এ স্রোগানকে সামনে রেখে মদন উপজেলায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এবং নির্বাচন
অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন পৌর মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ। সভা পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা
মোঃ সিরাজুল হক ভূইয়া, জোবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজী করনী, ড়াঃ নয়ন ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, সমবায় কর্মকর্তা, আবুল কালাম আজাদ একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম, প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক পরিতোষ দাশ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র-ছাত্রীসহ প্রধান শিক্ষক ও গন মাধ্যম কর্মীগন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন