নেত্রকোনার মদনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগসহ গ্রেপ্তার- ৩

নেত্রকোনার মদনে জুলাইয়ের ছাত্র আন্দোলনে আহত মেহেদী হাসান নবাব ও মিজানুর রহমানের ওপর পৃথক হামলার ঘটনায় তিন আওয়ামী-ছাত্রলীগ গ্রেপ্তার হয়েছে।
গত (৩০ এপ্রিল) রাতে উপজেলার কাপাসাটিয়া গ্রামে, বিএনপি ও ড. ইউনুসের কূটুক্তির প্রতিবাদ করায় মিজানুর রহমান নামের আরেক জুলাই যোদ্ধাকে লাঞ্চিতসহ তাঁর দোকান-পাট ভাংচুর ও নগদ ৩০ হাজার টাকা লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় ০২ মে রাতে মিজানুর রহমান বাদী হয়ে ০৯ জনকে আসামী করে মামলা করলে, মদন ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামীম (৪৬) এবং আওয়ামী কর্মী হ্যাকিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী মিজানুর রহমান কাপাসাটিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি মদন ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ২৪ এর গেজেটপ্রাপ্ত জুলাই যোদ্ধা।
অন্যদিকে, শুক্রবার (০২ মে) রাতে মেহেদি হাসান নবাব বাদী হয়ে ৮ জনকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুজ্জামান সিফাত নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নুরুজ্জামান সিফাত মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ কদ্দুছের ছেলে ও মৈধাম গ্রামের বাসিন্দা। মেহেদী হাসান নবাব একই গ্রামের খোকন মিয়ার ছেলে। সে চানগাঁও ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক। সে ছাত্র জনতার আ
আন্দোলনে আহত হয়ে ২৪-এর বিপ্লবে চোখের দৃষ্টি হারিয়ে জুলাই যোদ্ধা হিসেবে গ্যাজেট ভুক্ত হয়।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দুটিই পৃথক ঘটনা। দুটি ঘটনারই আলাদা আলাদা মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের নেত্রকোনায় আদালতে পাঠানো হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন