নেত্রকোনার মদনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় ২ বিএনপি নেতা বহিষ্কার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/IMG-20240516-WA0005-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় এম এ সোহাগকে ( জেলা ছাত্র দলের সদস্য) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন। অপর দিকে কৃষক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ বদরুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
চিঠির অনুলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,শফিকুল আলম সহ-সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা জেলা বিএনপি আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক,সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সদ্য বহিকৃত নেতা আলহাজ্ব শেখ বদরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, বহিষ্কারের কোন চিঠি হাতে পাইনি। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্বিতা করবেন বলে জানান।
উল্লেখ এম এ সোহাগ গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্বিতা করেন। আগামী ২৯ মে মদন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন