নেত্রকোনার মদনে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক
নেত্রকোনার মদনে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে এক নারীসহ প্রায় অর্ধশত জন আহত হয়েছেন।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে নায়েকপুর ইউনিয়নের নারগিলা বিলে পাচআলমশ্রী বনাম বাউসা গ্রামের গৌরার হাওরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে ৫জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের ভর্তি করা হয়েছে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে স্বপন মিয়া (৫০) ওয়াজ করোনি(৪০) সুমন মিয়া (২৫) কমলা আক্তার (৬০) রুবেল (১৮)।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কামাল মিয়া, নুরুল গনি, রানা মিয়া, এনায়েত, অসিদ মিয়া, সানাউল্লাহ, কাজী আলম, দ্বীন ইসলাম, ,সুলেমান , উল্লাদ মিয়া, আব্দুল জব্বার, জামাল মিয়া, ওয়াসিম, আবুল কালাম, বিল্লাল মিয়া, ধনাই মিয়া, শফিক মিয়া, লিমণ ,শরীফ জীবন,ও কাঁকন মিয়া প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউসা গ্রামের রাজতলা মৌজা নারগিলা বিলটি বাউসা পঞ্চ পায়া জামে মসজিদ হতে একই গ্রামের কামাল হোসেন গং চার লক্ষ টাকা দিয়ে ইজারা পত্তন নেয়। রবিবার পাঁচআলম শ্রী গ্রামের কাদির মিয়া লোকজন নিয়ে জাল দিয়ে ওই বিলে মাছ ধরতে যায। বাউসা গ্রামের কাদিরের লোকজন মাছ ধরতে নিষেধ করলে সংঘর্ষ বাঁধে। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে প্রায় ৫০ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু-গ্রাম সংঘর্ষে কিছু লোক আহত হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন