নেত্রকোনার মদনে দুই যুবদল নেতা বহিষ্কার

নেত্রকোনার মদনে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ও অসাধু উপায়ের সাথে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মদন সদর ইউনিয়ন যুবদল সদস্য আনোয়ার হোসেন আনুকে বহিষ্কার করেন।
অপরদিকে তিয়শ্রী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম ইয়ার খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মৌলা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিয়শ্রী ইউনিয়ন যুবদলের ০১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন মিয়াকে বহিষ্কার করেন। সেইসঙ্গে সকল নেতৃবৃন্দকে তাদের সাথে কোন রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন তারা।

এ বিষয়ে মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল সাংবাদিকদের জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ও অসৎ উপায়ে সাথে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মদনের ২ যুবদল নেতাকে আমরা বহিষ্কার করেছি। সেই সাথে সকল নেতৃবৃন্দকে তাদের সাথে সাংগঠনিকভাবে যোগাযোগ না রাখার নির্দেশনা প্রদান করেছি।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদন থানা পুলিশ আনোয়ার হোসেন আনু ও মিলন মিয়াসহ পাঁচজনকে ছয় শত পিস ইয়াবাসহ আটক করেন।