নেত্রকোনার মদনে নকল নবীশদের কলম বিরতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
চাকুরী জাতীয়করণের দাবিতে নেত্রকোনার মদনে সারাদেশের ন্যায় সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশরা কলম বিরতি পালন করছেন। ব্যাহত হচ্ছে দলিল রেজিস্ট্রি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
মদন সাবরেজিস্টারের কার্যালয়ে গেলে দেখা যায়, সকল নকল নবীশ অফিসে বসে অলস সময় পার করছেন। কেউ কলম হাতে নিচ্ছেন না। সারা দেশের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেই মুলতঃ তারা কর্মসূচি পালন করছেন। গত ১৭ অক্টোবর (২০২৪) থেকে তাদের দ্বিতীয় ধাপে এ কলম বিরতি চলছে। এর আগে প্রথম ধাপে ১৫ দিনের মতো কলম বিরতি ছিলো। সে সময় দেশের বন্যা পরিস্থিতির কারণে তারা তাদের কলম বিরতি তুলে নিয়েছিলেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্বজিৎ দাস ও লিটন মিয়া জানান, আমাদের এ পেশায় চাকুরী করতে করতে একেকজন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু চাকুরী জাতীয়করণ হবে হবে করে হচ্ছে না। দেশের মানুষকে আমরা যে সেবা দেই, সেই তুলনায় আমরা কিছুই পাই না। তাঁরা মনে করেন তাদের এই দাবি শতভাগ যৌক্তিক।
কলম বিরতিতে আরও উপস্থিত ছিলেন, খাইরুল ইসলাম (শামীম), কামরুল হাসান, রাসেল আহম্মেদ, আলেয়া তাসমিন, পারভীন আক্তার, শারমিন আক্তার, মিতু আকন্দসহ সকল নকল নবীশ। তারা আরও জানান, সকল নকল নবীশ নিয়মিত অফিসে আসবে ঠিকই, কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম হাতে নিবেন না,কলম বিরতি চলবেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন