নেত্রকোনার মদনে পপি দিশারী প্রকল্পের ত্রৈ- মাসিক দূর্যোগ সভা অনুষ্ঠিত

নেত্রকোণা মদন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের হল রুমে দিশারী প্রকল্পের উদ্যোগে ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে দিশারী প্রকল্পে আওতায় ইউনিয়ন দূর্যোগ
মেনেজমেন্ট কমিটি এর ত্রৈ- মাসিক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, পাথপাইন্ডার ইন্টারনেশানাল ও অর্থায়নে ছিল, তাগেদা ফার্মাসিটিক্যাল লিমিটেড।

ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা ছিলেন, পপি দিশারী প্রকল্পের ফিল ফ্যাসিলিটেটর মোঃ রুহুল আমিন । সভায় কমিটির ২৫ জন সম্মানীত সদস্য উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড অফিসার
রওশান জাহান দিলরুবা, ইউপি সচিব হীরন মিয়া, আওয়ামী লীগের নেতা মোঃ মাহবুব রহমান মাখন,সহ এলাকার সচেতন নাগরিক ও গণমাধ্যম
কর্মীগণ।