নেত্রকোনার মদনে পরিচ্ছন্নতা অভিযান শুরু
নেত্রকোনার মদন পৌরসভার উদ্যোগে ৫শ বছরের পুরোনো মদন বাজারের চারপাশে দীর্ঘ দিনের ময়লা আবর্জনা পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার মেয়র সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এ অভিযানে অংশগহ্রন করেন।
এ সময় পৌর কাউন্সিলর মুকুল মিয়া, সৈয়দ দিলোয়ার হোসেন, জলমল দাস, বণিক সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান ভুঙা, ডা: দেলোয়ার হোসেন চৌধুরী, কাজী জসিম উদ্দিন, অলিউল্লাহ বাবুল, বণিক সমিতির কার্যকরী কমিটির সদস্যগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র এ অভিযান পরিচালনা করায় মদন বাজারে ব্যবসায়ী ও সবস্তরের লোকজন তার ভূয়সী প্রশংসা ও ভবিষ্যত মঙ্গল কামনা করেন।
পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বলেন, মদন পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তর করতে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করা হয়ছে। পর্যায় ক্রমে পৌরসভার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন