নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জের ধরে সংর্ঘষ আহত- ১৯

নেত্রকোণা মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামে(৩ জানুয়ারী) শুক্রবার সন্ধ্যায় দু,পক্ষে মধ্যে দাওয়া পাল্টা দাওয়া হয়। এতে কাতলা গ্রামের মৃত জানু চৌধুরী ছেলে কায়কোবাদ চৌধুরী ছোট্ট ভাই, মহন চৌধুরী (৪৫) ও একই গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ পুতুল মিয়ার (৫০) এর সাথে জয় বাংলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে দু,পরিবারের মধো দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

আহত পুতুল মিয়ার ভাই আওলাদ মিয়া বলেন, আগামী ৫ জানুয়ারি ২০২৫ তারিখে উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে সালিশ বসার কথা থাকলে ও অর্তকিত ভাবে গত কাল সন্ধ্যায়, মহন চৌধুরী তার দল বল নিয়ে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে জয় বাংলা বাজারে আক্রমণ করে আমাদের লোকজনের উপর।

এতে ১০ জন গুরুত আহত হলে পরিবারের স্বজনরা তাদেরকে চিকিৎসা জন্য মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, এরা হলো কামাল (৩৮) ওয়াদুদ( ৫৩) উভয় পিতা আক্তার মিয়া, মৃত কাওছার (২৬) পিতা, আব্দুল ওহাব, এপরোল মিয়া(২৬) বাকী আহতরা,মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অপর পক্ষের মহন চৌধুরী জানান, আমাদের ৮ জন আহত হয়েছে এর মধ্যে খালিয়াজুড়ি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩ জন বাকীরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের আহত রোগীরা মদন হাসপাতালে গেলে, পুতুল মেম্বারের লোকজন মারধোর করে হাসপাতাল থেকে বের করে দেয়।

মদন থানার অফিসার ইনচার্জ নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ঘটনা স্তলে পুলিশ পাঠানো হয়েছে, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।