নেত্রকোনার মদনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার উপকরণ বিতরণ

নেত্রকোণা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে জয়পাশা শহীদ মফিজ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষার উপকরণ-২০২৫ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নে জয়পাশা শহীদ মফিজ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণীর কমলমতি ছাত্র-ছাত্রীদের অনুশীলন খাতা,কলম স্কেল ইত্যাদি বিতরণ করা হয়।

কমলমতি শিক্ষার্থীরা হাতে উপকরণ পেয়ে অনেক আনন্দিত হয়েছে ছাত্র ছাত্রীরা।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তারিক সালাউদ্দিন বলেন,স্লিপের টাকা হতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান থাকবে।